বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছোটবেলায় বর্ণিল ছিল ঈদ, এখন কাটে ঘুমিয়ে

আইয়ুব বাচ্চু, সংগীতশিল্পী

ছোটবেলায় বর্ণিল ছিল ঈদ, এখন কাটে ঘুমিয়ে

ছোটবেলার কোনো স্মৃতির সঙ্গেই আসলে বড়বেলার তুলনা চলে না। আর অন্য সব কিছুর মতো ছোটবেলার ঈদ আসলেই অনেক বর্ণিল ছিল। এখন সব পাল্টে গেছে। ঈদ ঢাকায়ই করা হয় বেশির ভাগ সময়। ঈদের নামাজ শেষে যদি কোনো গানের অনুষ্ঠান না থাকে তবে বাসায় ঘুমিয়ে সময় কাটাই। যান্ত্রিকতা দিন দিন আমাদের কাছ থেকে সব উৎসবের আনন্দ কেড়ে নিচ্ছে। এখনকার সময়ে বাচ্চারাও কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। ঘর থেকে বেরোতে চায় না। আর এখন ঢাকার যে অবস্থা তাতে কোথাও বের হওয়ার উপায়ও থাকে না। কিন্তু আমরা ছোটবেলায় নামাজ শেষে স্বজনদের বাড়িতে গিয়ে মজার মজার খাবার খাওয়া, ঘুরতে যাওয়া, আরও কত কিছু করতাম। কালের বিবর্তনে আজ এসব ট্র্যাডিশন হারিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ খবর