বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

জামাকাপড় যত্নে লুকিয়ে রাখতাম

শাকিব খান, চলচ্চিত্রাভিনেতা

জামাকাপড় যত্নে লুকিয়ে রাখতাম

ঈদ মানেই আনন্দ। তবে বয়সভেদে আনন্দের হিসাবটা আলাদা। এই যেমন ছোটবেলায় সালামি পাওয়া, বেড়াতে যাওয়া, মজার সব খাবার খাওয়া এসব আর কী। বড়বেলায় সালামি দিতে ভালো লাগে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই বাবা-মার দেওয়া জামাকাপড় যত্ন করে লুকিয়ে রাখতাম, যেন ঈদের আগে কেউ দেখতে না পায়। ঈদের সকালে তা পরে বাবার সঙ্গে ঈদগাহে যেতাম। ফিরে এসে সালামির জন্য অপেক্ষা করতাম। মূলত নতুন জামা পরা আর সালামি পাওয়াকেই তখন ঈদ আনন্দ মনে হতো। বড়বেলায় বিশেষ করে যখন অভিনয়ে ব্যস্ত হয়ে পড়লাম তখন সালামিকে মিস না করলেও বাবা-মার দেওয়া জামাকে খুঁজে ফিরি। এখন যে বাবা-মার কাছ থেকে এসব পাই না তা কিন্তু নয়। পেলেও তখনকার আনন্দকে খুঁজে পাই না। এখনো চেষ্টা করি ঈদের দিনটা বাবা-মার সঙ্গে কাটাতে। কিন্তু প্রায়ই হয়ে ওঠে না। শুটিংয়ে বাইরে থাকলে মনটা ভীষণ খারাপ থাকে। তবে ভোরে উঠে প্রথমেই ফোনে বাবা-মার দোয়া নিই। আপনজনদের জন্য ব্যাকুল থাকি।

 

সর্বশেষ খবর