১৭ জুলাই, ২০১৮ ২২:০৩

নিজ ওয়ার্ডে ইভিএম চালুর দাবি সাদিক আবদুল্লাহ’র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নিজ ওয়ার্ডে ইভিএম চালুর দাবি সাদিক আবদুল্লাহ’র

ফাইল ছবি

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ তার নিজের ওয়ার্ডের দুটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের আবেদন জানিয়েছেন। নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের জগদ্বিস সারস্বত গার্লস হাইস্কুল এন্ড কলেজ এবং সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ইভিএম চালুর দাবি জানিয়ে তার পক্ষে মঙ্গলবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। 

সাদিক আবদুল্লাহ জানান, স্বচ্ছ সুন্দর বিতর্কমুক্ত একটি নির্বাচনের জন্য নিজের ওয়ার্ডে (তার বাড়ি) ইভিএম চালুর আবেদন করেছেন। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দেওয়ার আশ্বাস দেওয়ার পরও বিরোধী প্রার্থীরা আশ্বস্ত হতে না পারলেও তিনি (সাদিক) আশ্বস্ত হয়েছেন। 

সাদিক বলেন, এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। তাই কোনভাবেই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবেনা। তিনি যে স্বচ্ছ-সুন্দর নির্বাচন চান সেটা সকলকে উপলব্দি করানোর জন্যই নিজের ওয়ার্ডের দুই কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের আবেদন করেছেন বলে জানান সাদিক আবদুল্লাহ।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর