১৯ জুলাই, ২০১৮ ১৪:২৪

বরিশালে প্রখর রোদ উপেক্ষা করে জোর প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে প্রখর রোদ উপেক্ষা করে জোর প্রচারণায় প্রার্থীরা

বরিশাল সিটি নির্বাচনে ১০ম দিনেও প্রখর রোদ উপেক্ষা করে জোর প্রচারণা চালিয়েছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য দল। শুধু স্থানীয় নেতারাই নয়, বড় দুই দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। 

বৃহস্পতিবার ১০ম দিনের প্রচারণাকালে বিএনপি’র পক্ষ থেকে নির্বাচনের প্রাক্কালে নগরী থেকে বহিরাগত বিতাড়িত করাসহ কঠোর নিরাপত্তার দাবি জানানো হয়। অপরদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং এই অবস্থা অব্যাহত থাকলে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলে জানিয়েছেন প্রচারণায় আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

বৃহস্পতিবার ১০ম দিন সকাল পৌঁনে ১১টার দিকে নগরীর পোর্ট রোড কলাপট্টি এলাকায় গণসংযোগ করে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন বিএনপি’র মেয়র প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় সরোয়ার তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান নগরবাসীর কাছে। 

গণসংযোগকালে মেয়র প্রার্থী সরোয়ার সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের প্রাক্কালে বরিশাল নগরীতে বহিরাগত অনুপ্রবেশ বন্ধ করাসহ পুরো নগরী নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলার দাবি জানান প্রশাসনের কাছে। প্রধান প্রতিদ্বন্দ্বি সাদিক আবদুল্লাহ’র এই নগরীর উন্নয়ন নিয়ে কোন পরিকল্পনাই নেই, তাই তিনি (সাদিক) কোন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেননি বলে মন্তব্য করেন সরোয়ার। 

সরোয়ার ছাড়াও সকালে নগরীর রূপাতলী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। 

অপরদিকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত নগরীর কোথাও গণসংযোগে বের হননি আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ। তবে আজ বিকেল সাড়ে ৫টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডে সাদিক আবদুল্লাহর পক্ষে একটি উঠোন বৈঠকের আয়োজন করা হয়েছে। 

তবে তার পক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডে গণসংযোগ করে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত কুমার নন্দী এবং অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বরিশাল সিটিতে পরিবর্তনের জন্য নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

গণসংযোগকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ তারুণ্যের অহংকার। নৌকা প্রতীক নিয়ে বরিশালে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বরিশালের মানুষ নৌকা মার্কায় ভোট দেবে বলে আশা আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের। ৩০ জুলাইয়ের ভোট সুষ্ঠু হবে বলেও আশা করেন তারা। 

এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়াও অন্যান্য দলের এবং একজন স্বতন্ত্র প্রার্থী গতকাল নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর