২১ জুলাই, ২০১৮ ১৩:০৪

রাজশাহীতে হরতাল ডাকার হুমকি বুলবুলের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে হরতাল ডাকার হুমকি বুলবুলের
নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজশাহীতে বাড়ছে ভোটের উত্তাপ। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার ২১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন ৩ নম্বর ওয়ার্ডে।
 
নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হরতাল ডাকার হুমকি দেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে নগরীর বহরমপুর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুমকি দেন বুলবুল।
 
তিনি বলেন, ‘শুক্রবার রাতে যুবদল ও ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমার কর্মীদের গ্রেফতার করতে সরকারি দলের প্রার্থীর পক্ষ থেকে পুলিশের উপর চাপ দেওয়া হচ্ছে। গ্রেফতার অভিযান বন্ধ না হলে রবিবার থেকে পুলিশ কমিশনারের বিরুদ্ধে হরতাল করতে বাধ্য হবো।’
 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
 
তবে ব্যাপক হারে গ্রেফতার বা ধড়পাকড় হচ্ছে এমন কথা শুনেননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপি প্রার্থী এ ধরণের অভিযোগ করছেন। নাগরিকরা ধানের শীষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করবেন।’
 
 
 
বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর