শিরোনাম
২১ জুলাই, ২০১৮ ১৬:২৯

প্রচারণা বাদ দিয়ে আন্দোলনে আরিফ

অনলাইন ডেস্ক

প্রচারণা বাদ দিয়ে আন্দোলনে আরিফ

প্রচারণা বাদ দিয়ে আন্দোলনে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ধানের শীষের আটক দুই কর্মীকে ছেড়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলছিল।

শনিবার বিকেল পৌনে ৩টা থেকে তারা উপশহর এরপর উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের সামনে এ কর্মসূচি করেন।

আরিফসহ ধানের শীষের কর্মী-সমর্থকদের দাবি, শুক্রবার রাতে নগরীর ঝালোপাড়া ১০৮নং বাসা থেকে রাসেল আহমদ ও সুমন আহমদ নামক তাদের দুই কর্মীকে ধরে নিয়েছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানা পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করলেও আরিফুল হক চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীদের দাবি রাসেল ও সুমনকে উপশহরস্থ ডিবি পুলিশের কার্যালয়ে তাদের নিয়ে আসা হয়েছে।

অবস্থান কর্মসূচি উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম-সম্পাদক আজমল বখত সাদেক, সহ-সভাপতি ডা. নাজমুল হক, ছালেহ আহমদ খসরু, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/২১ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর