শিরোনাম
২১ জুলাই, ২০১৮ ১৯:৩৪
বরিশাল সিটি নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

এ মতবিনিময় সভাকে ঘিরেই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। 

শুক্রবার রাতে বিসিসি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান প্রেরিত কারণ দর্শানো নোটিশের জবাব পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে। 

শনিবার নির্বাচন কমিশনের কারন দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা। 

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও বিসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, গত ১৮ জুলাই শেরেবাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা ও শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সহ ওই দুই প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী এবং নার্স উপস্থিত ছিলেন। সভায় মেয়র প্রার্থী সাদিক ছাড়াও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু এবং সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। 

পরদিন গত ১৯ জুলাই সরকারি প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র প্রার্থীর পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমানের পক্ষে তার আইনজীবী নাজিম উদ্দিন পান্না। অভিযোগ পাওয়ার পর সত্যতা যাচাই-বাছাই শেষে গত শুক্রবার শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহাকে কারন দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। নোটিশে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে অধ্যাপক ডা. ভাস্কর সাহা বলেন, তিনি আইনজীবীর মাধ্যমে যথা সময়ের মধ্যেই জবাব দেবেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর