৩১ জুলাই, ২০১৮ ১৬:৫৪

নির্বাচনে জিততে পারেননি সেই 'গুণ্ডি'

অনলাইন ডেস্ক

নির্বাচনে জিততে পারেননি সেই 'গুণ্ডি'

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগ ও বিএনপির মেয়রপ্রার্থীর প্রশংসা করলেও সংরক্ষিত আসনের দিবা রানী নামের এক নারী কাউন্সিলর প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, এই শহরে একটা 'গুণ্ডি' আছে, দিবা রানী 'গুণ্ডি', আনারস প্রতীকের, সে যেন জিততে না পারে।

সোমবার রাতে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ঘোষিত সংরক্ষিত ৫ আসনের কাউন্সিল নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা সেই দিবা রানী জিততে পারেননি।

সিলেট সিটির নগরীর ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ৫ আসন। এ আসনে বিজয়ী হয়েছেন শাহানা বেগম শানু (ডলফিন)। তিনি পেয়েছেন ৬৮৫৪টি ভোট। তবে হারলেও আনারস প্রতীক নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছেন দিবা রানী। তিনি পেয়েছেন ৫৭৫০ ভোট।

বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর