বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাবাকে নিয়ে জহির আলীম

ষ শোবিজ প্রতিবেদক

বাবাকে নিয়ে জহির আলীম

ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০১৪-১৫ এর আওতায় আবদুল আলীম ফাউন্ডেশনের উদ্যোগে  ‘Preservation and Promotion of the songs of Abdul Alim, the legendary folk singer of Bangladesh’- শীর্ষক প্রকল্পের সাতটি বিভাগের সেমিনার, প্রশিক্ষণ ও সংগীত প্রতিযোগিতা [ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা] শেষ হয়েছে। প্রতিটি বিভাগ থেকে দুজন তরুণ কণ্ঠশিল্পী [আবদুল আলীমের গান করেন] ও দুজন গবেষক [আবদুর আলীমের জীবন ও কর্মের ওপর] নিয়ে ঢাকায় চূড়ান্ত অনুষ্ঠান  হবে। মোট ১৪ জন কণ্ঠশিল্পী ও ১৪ জন গবেষক। ১৪ জন গবেষকের প্রবন্ধ নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। ১৪ জন শিল্পীকে নিয়ে একটি উঠউ প্রকাশ করা হবে। আবদুল আলীমের গাওয়া গানগুলো সুরের বিকৃতি না ঘটিয়ে কীভাবে সেটা গাওয়া যায় এবং তার গানগুলোর এখনো গ্রামেগঞ্জে অসম্ভব জনপ্রিয়তা আছে। আমরা আশা করব তার গানগুলো বিভিন্ন মিডিয়াতে প্রচার ও প্রসার প্রয়োজন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর