বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চলে গেলেন নয়ীম গহর

শোবিজ প্রতিবেদক

চলে গেলেন নয়ীম গহর

‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো’র মতো সাড়া জাগানো গানের গীতিকার নয়ীম গহর আর নেই। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মেয়ে ইলোরা গহর এ তথ্য নিশ্চিত করেছেন। নয়ীম গহরের বয়স হয়েছিল ৯৩ বছর। বরেণ্য এ গীতিকার গত বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। ছয় মাস আগে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করার কারণে তার স্মৃতিশক্তি লোপ পায়। গত মাসে তার ঊরুতে একটি অস্ত্রোপচারের পর সেখানে পচন ধরে। দীর্ঘদিন বিছানায় থাকায় তার পিঠেও ক্ষতের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে বর্তমান অবস্থা বেশ গুরুতর আকার ধারণ করেছিল।

২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় নয়ীম গহরের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর থেকে তেমন কোনো সহায়তা তিনি পাননি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশেই সম্প্রতি  বিএসএমএমইউ’তে তার চিকিৎসা শুরু হয়। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সব ব্যয়ভারও বহন করছিলেন। নয়ীম গহর ২০১২ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর