শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আবার স্পিলবার্গ-হ্যাংকস জুটি

শোবিজ ডেস্ক

আবার স্পিলবার্গ-হ্যাংকস জুটি

‘ব্রিজ অব স্পাইস’ ছবির শুটিংয়ে টম হ্যাংকস ও স্টিভেন স্পিলবার্গ

সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে বর্তমানে চলছে উত্তেজনা। আর ঠিক এ সময়েই মুক্তি পেল স্টিভেন স্পিলবার্গ এবং টম হ্যাংকস জুটির ছবি ‘ব্রিজ অব স্পাইস’। বাংলায় অর্থ দাঁড়ায় ‘ঝালের সেতু’। আসলেই যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক বেশ ঝাজালো। এই ‘ঝাল’ শুরু হয়েছিল সেই সোভিয়েত ইউনিয়ন নিয়ে। আর স্পিলবার্গের ছবির বিষয় সেই স্নায়ুযুদ্ধ। ছবির প্রধান চরিত্র নিউইয়র্কের আইনজীবী জেমস ডোনোভান [টম হ্যাংকস]। তিনি রুশ গুপ্তচর রুডলফ আবেলকে আইনি সহায়তা দিয়ে থাকেন। পরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষে কাজ করেন ডোনোভান। তখন তার দায়িত্ব সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সমঝোতার মাধ্যমে ফ্রান্সিস পাওয়ার্স নামের একজন মার্কিন পাইলটকে ফিরিয়ে আনা। ডোনোভান সিআইএর ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ায় তার পরিবার বেশ দুশ্চিন্তায় পড়ে যায়।  বেশ টান টান গল্পের ছবি ‘ব্রিজ অব স্পাইস’। আর এ ছবির মধ্য দিয়ে আবার ফিরে এলেন স্পিলবার্গ-হ্যাংকস জুটি। এ জুটির ছবি মানেই সিনেমাপ্রেমীদের বাড়তি উত্তেজনা। কারণ তার এ পর্যন্ত ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ ও ‘দ্য টার্মিনাল’ ছবি তিনটি উপহার দিয়েছেন। আর তিনটিই সিনেমাপ্রেমীদের প্রিয়র তালিকায় অন্তর্ভুক্ত। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও পছন্দ টম হ্যাংকসের অভিনয়। দ্ব›দ্বময় সময়ের সত্যিকার ছবি তুলে ধরা হয়েছে স্পিলবার্গের এই ছবিতে। ব্রিটিশ নাট্যকার ম্যাট চারম্যানের কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন জোয়েল ও এথান কোয়েন।

স্নায়ুযুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে আজকের যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের তুলনা বিষয়ে স্পিলবার্গ বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কে এক ধরনের কুয়াশার আবরণ পড়েছে। এ ধরনের পরিস্থিতির সঙ্গে আমি পরিচিত। কারণ, আমি এমন পরিস্থিতিতেই বেড়ে উঠেছি’। ছবির সঙ্গে স্পিলবার্গের নিজের জীবনের গল্পও মিশে আছে। ১৯৬০ সালে তার বাবা গিয়েছিলেন মস্কোতে। তখন তার বাবার পাসপোর্ট কেড়ে নেয় সোভিয়েত বাহিনী। পড়ে তিনি ফিরে এসেছিলেন। আর স্পিলবার্গ ঘটনা বলেছিলেন। সেই ঘটনা স্পিলবার্গের মনোজগতে বেশ প্রভাব ফেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর