শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আবার ব্যাংককে লাকী আখন্দ

শোবিজ প্রতিবেদক

আবার ব্যাংককে লাকী আখন্দ

কিছুদিন আগে ব্যাংকক থেকে দেশে ফেরেন গুণী সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ। কিন্তু ফুসফুসে ক্যান্সার আক্রান্ত এই শিল্পীকে দ্বিতীয় পর‌্যায়ের চিকিৎসার জন্য আবার সেখানে নিয়ে যাওয়া হবে। আগামীকাল তার ফ্লাইট। ২৭ অক্টোবর থেকে ব্যাংককের পায়থাই হাসপাতালে এ শিল্পীর কেমোথেরাপি শুরু হবে। সূত্র জানায়, কিছুদিন আগে ব্যাংককের হাসপাতালে লাকীর ফুসফুসে সফল অস্ত্রোপচার হয়। কেমোথেরাপি শুরু হতে কয়েক দিন দেরি থাকায় দেশে নিয়ে আসা হয় তাকে। লাকী আখন্দের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। চিকিৎসকরা জানান, আগামী ছয় মাসে ছয়টা কেমোথেরাপি নিতে হবে লাকীকে। এর মধ্যে আবারও দেশে আসার সুযোগ থাকছে তার।

লাকী আখন্দ অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা।  রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ] হাসপাতালে ১ সেপ্টেম্বর ভর্তি করা হয়েছিল লাকীকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর