শিরোনাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মিলনের ‘ভালোবাসার গল্প’

শোবিজ প্রতিবেদক

মিলনের ‘ভালোবাসার গল্প’

আনিসুর রহমান মিলন। অভিনেতা বলতে যা বোঝায় তিনি আসলে তাই। দর্শক ছোট বা বড় পর্দায় এতদিন তার অভিনয় দেখে এ সত্যতা খুঁজে পেয়েছেন। দর্শকের এই বোধ মোটেও বাড়াবাড়ি নয়। কারণ মিলনের পর্দায় হাজির হওয়া মানে গগনে গরজে বরষণ...। আর এই পুরুষপ্রতিম অভিনেতা এবার বড় পর্দায় হাজির হয়েছেন ভালোবাসার গল্প নিয়ে। শুক্রবার মুক্তি পেয়েছে তার ‘ভালোবাসার গল্প’ শিরোনামের ছবিটি। তাহলে কি মিলন এবার ভালোবাসার জলে অবগাহন করবেন। সে কথাই শোনা যাক তার বচনে। তিনি বলেন, ‘আত্মবিশ্বাসের জায়গাটা হচ্ছে, পুরো ছবিতে অভিনয়ের সুযোগ ছিল। আমি তা কাজে লাগানোর চেষ্টা করেছি। সিনেমার ক্ষেত্রে দর্শক গল্পের খোঁজ করেন। এই সিনেমার একটা গল্প আছে। আর সেই গল্পকে সিনেমায় রূপ দিয়েছি আমরা।’

ভালোবাসার গল্প সিনেমার কাজ শুরু হয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে। শুটিং হয়েছে সিলেট, ঢাকা ও সাভারে। টানা কিছুদিন কাজ করার পর এ বছরের মে মাসে হয় শুটিংয়ের বাকি অংশ। এ ছবিতে মিলনের সহশিল্পী নবাগত আফরিন। মিলন বলেন, ‘শুটিং শুরুর আগে আফরিনকে নিয়ে একটু দ্বিধা কাজ করেছে মনে। নতুন মেয়ে, পারবে তো! ছবির পরিচালক অনন্য মামুনের ধৈর্য আছে। আফরিনকে তিনি শিখিয়ে-পড়িয়ে ছবির কাজটা করিয়ে নিতে পেরেছেন।’

ভালোবাসার গল্প মিলনের সাত নম্বর ছবি। একে ‘লাকি সেভেন’ বলে মনে করছেন তিনি। মিলন বললেন, ‘যখন চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিই, তখন একটা লক্ষ্য ছিল আমার। সেই লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি। আমার কাজের সংখ্যা ও মান তো তা-ই বলছে।’ মাঝে দুই মাস মিলন ছিলেন যুক্তরাষ্ট্রে। সে সময় অনন্য মামুনের ব্ল্যাকমেল ছবিটি দেশে মুক্তি পায়। এটি ছিল একক নায়ক হিসেবে মিলনের প্রথম চলচ্চিত্র। তার বিপরীতে কাজ করেছেন দুই নায়িকা। মৌসুমী হামিদ ও ববি। দেশের বাইরে থাকার কারণে এ ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি বলে মনে আক্ষেপ আছে মিলনের। এ ছবিটি ছিল তার জন্য ব্যতিক্রমী। সেটাই বললেন এভাবে, ‘এর আগে সবগুলো ছবিতেই ছিলাম দুজন নায়ক। এ ছবিতে একক নায়ক ছিলাম। তাই রোমাঞ্চিত না হওয়ার কোনো কারণ নেই।’ আনিসুর রহমান মিলন এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। দুই মাস দেশে না থাকায় কাজ জমেছে একগাদা। এর মধ্যে চলচ্চিত্র আছে, টিভি নাটকও আছে কিছু। ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়ে ও হাবিবুল ইসলাম হাবিবের রাত্রির যাত্রী নামে দুটি ছবির শুটিং চলছে। তানিম রহমানের আদি ও বুলবুল বিশ্বাসের রাজনীতি নামের দুটি ছবিতেও কাজ করবেন খুব শিগগিরই। ছবি দুটির একটিতে তার নায়িকা অপু বিশ্বাস, অন্যটিতে শায়লা সাবি।

ভালোবাসার গল্পের কথায় আবারও এলেন মিলন, তিনি বলেন অনন্য মামুন অসাধারণ মেধাবী একজন নির্মাতা। এমন ভালোবাসার গল্পে আমি শুধু প্রেমে হাবুডুবু খাইনি। ভালোবাসার মানুষকে কাছে পেতে মহা সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে। বলতে পারেন মার মার কাট কাট অ্যাকশন। তবে সবই গল্পের প্রয়োজনে। তাই এই ছবিতে দর্শক আমাকে শুধু ভালোবাসায় পুতুপুতু হতে দেখবে না। আমার অ্যাকশনের ভারও দেখতে হবে তাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর