বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অনলাইনে রেডিও ক্যাপিটাল

শোবিজ প্রতিবেদক

অনলাইন সম্প্রচারে এসেছে নতুন রেডিও স্টেশন ‘রেডিও ক্যাপিটাল’। এখন থেকে ইন্টারনেটে সার্চ করে শ্রোতারা নিয়মিত শুনতে পারবেন রেডিও ক্যাপিটালের আয়োজন। ২৪ ঘণ্টার বিরতিহীন আয়োজন শুনতে সার্চ করতে হবে www.radiocapital.fm.ভস ঠিকানায়।  

রেডিও ক্যাপিটাল পূর্ণাঙ্গ সম্প্রচারে যাওয়ার আগে অনলাইন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছিল। শিগগিরই স্টেশনটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসবে। তখন রেডিও ক্যাপিটাল শোনা যাবে ৯৪.৮ এফএম-এ। বর্তমানে সম্প্রচার প্রস্তুতি চলছে। একেবারেই ভিন্নধর্মী আয়োজনের প্রতিশ্রুতি নিয়েই আসছে স্টেশনটি। রেডিও ক্যাপিটালের প্রোগ্রাম ইনচার্জ আরজে সায়েম বলেন, ‘আমরা প্রস্তুত শ্রোতাদের নতুনত্বের স্বাদ দিতে। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আর এখন অনলাইন সম্প্রচার চলছে শ্রোতাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। আগে থেকেই আমাদের সম্পর্কে শ্রোতাদের মনে ধারণা তৈরিও একটি লক্ষ্য। এতে রেডিও ক্যাপিটাল পূর্ণাঙ্গ সম্প্রচারে শ্রোতাদের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হবে।’  রেডিও ক্যাপিটাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের  একটি প্রতিষ্ঠান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর