বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিপাশা হায়াত ডটকম

শোবিজ প্রতিবেদক

বিপাশা হায়াত ডটকম

অভিনেত্রী, নাট্যকার ও পরিচালকের পাশাপাশি বর্তমানে অনেকেই বিপাশা হায়াতকে চেনেন পুরোদস্তুর চিত্রশিল্পী হিসেবে। আর বিপাশা নিজেও এখন চিত্রকর্মেই বেশি মনোযোগী। সেই ভাবনা থেকেই এ শিল্পী শিগগির প্রকাশ করতে যাচ্ছেন আন্তর্জাতিক মানের নিজের একটি ওয়েবসাইট।

এখানে মূলত থাকবে তার তৈরি বিভিন্ন চিত্রকর্ম এবং এ সংশ্লিষ্ট কার্যক্রমের নানা তথ্য। বিপাশা হায়াত বলেন, ‘দেশ তো বটেই, আন্তর্জাতিকভাবেও একজন শিল্পীর জন্য একটি ওয়েবসাইট খুব গুরুত্বপূর্ণ। আমার অভিজ্ঞতা তাই বলে। এর মাধ্যমে আমার পরিচিত-অপরিচিত দেশ-বিদেশের সবাই আমার চিত্রকর্মগুলো নিয়মিত দেখতে পারবে। তবে শুধু এটার জন্য নয়, বেশ কয়েক বছর ধরেই আমি আন্তর্জাতিকভাবে আয়োজিত চিত্র প্রদর্শনীতে অংশ নিচ্ছি। এসব প্রদর্শনীতে গিয়ে দেখলাম, সেখানে সবাই ভিজিটিং কার্ড-কনটাক্ট নম্বরের চেয়ে ওয়েবসাইটের ঠিকানাই বেশি খোঁজেন! পরে ভেবে দেখলাম, আসলেই তো তাই। মানুষ তো পেইন্টিং দেখেই আমাকে বুঝবে, গল্প করে নয়। এসব ভাবনা থেকে ওয়েবসাইটের পরিকল্পনা করলাম। গত চার মাস ধরে এটি একটু একটু করে এগোচ্ছি।’

তিনি আরও জানান, এটি চ‚ড়ান্ত হতে আর এক সপ্তাহ সময় লাগবে। সব ঠিক থাকলে চলতি মাসেই এটির উদ্বোধন করা হবে। এটির ঠিকানা হবে- www.bipashahayat.com|

বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্রী। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

২০১১ সালে তার আঁকা ছবি নিয়ে প্রথম একক প্রদর্শনী হয়। এর শিরোনাম ছিল ‘ভ্রমি বিস্ময়ে’। এরপর তিনি ‘রি-আল্মস অব মেমোরি’ শিরোনামে আরও দুটি প্রদর্শনী করেন। তার চতুর্থ ও সর্বশেষ একক প্রদর্শনী হয় চলতি বছর। এটির নাম ‘স্মৃতির রাজ্যে’। এ ছাড়া তিনি উত্তর আমেরিকা ও ভিয়েতনামসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশ নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর