রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এবার ‘চিড়িয়াখানা’ তৈরি করবেন অঞ্জন দত্ত

শোবিজ ডেস্ক

এবার ‘চিড়িয়াখানা’ তৈরি করবেন অঞ্জন দত্ত

সত্যজিৎ রায় পরিচালিত ‘চিড়িয়াখানা’ নির্মাণ হয়েছিল ১৯৬৭ সালে। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই ছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল। আর প্রধান চরিত্র ব্যোমকেশ বক্সী হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। এবার সেই গল্পটিই নতুন করে নির্মাণ করছেন অঞ্জন দত্ত। কিন্তু এতে সত্যজিৎ রায়ের কোনো প্রভাব থাকবে না। আর অঞ্জন নতুন ‘চিড়িয়াখানা’য় ব্যোমকেশ বক্সী করছেন যীশু সেনগুপ্তকে।

অঞ্জন দত্ত বলেন, ‘আমার ছবিটিতে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা কিংবা উত্তম কুমারের কোনো প্রভাব থাকবে না।’

তিনি আরও জানান, সত্যজিতের ছবি নয়, মূল উপন্যাসকেই অনুসরণ করা হবে। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘কেউ যদি কবিগুরুর ছোট গল্প ‘নষ্টনীড়’ নিয়ে কাজ করতে চায়, তাহলে সত্যজিতের ‘চারুলতা’র কথা উল্লেখ না করলেও অসুবিধা হওয়ার কথা নয়।’

সত্যজিৎ রায় তার ক্যারিয়ারে বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো ঔপন্যাসিকদের গল্প নিয়ে আর মৃণাল সেন কাজ করেছেন সুবোধ ঘোষ এবং প্রেমেন্দ্র মিত্রর লেখা নিয়ে।  পরের প্রজম্মের নির্মাতারা নিজেরাই গল্প লিখেছেন। এখন আবার সাহিত্যনির্ভর কাজের সংখ্যা বাড়তে শুরু করেছে বলে মন্তব্য অঞ্জন দত্তের।

সর্বশেষ খবর