শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র দূতাবাসের কবিতার ভিডিও

শোবিজ প্রতিবেদক

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র দূতাবাসের কবিতার ভিডিও

কবিতা আবৃত্তি ভিডিওর একটি মুহূর্তে রাষ্ট্রদূতসহ অন্যরা

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমী ভিডিও প্রকাশ করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ভিডিওতে দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের অন্যতম কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করেন। ভিডিওর শুরুতেই রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের কণ্ঠে শোনা যায়— ‘স্বাধীনতা তুমি রবিঠাকুরের অঝোর কবিতা, অবিনাশী গান’। এরপর অন্য কর্মকর্তারা একে একে সবগুলো পঙিক্ত ধারাবাহিকভাবে আবৃত্তি করে যান। সব শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে তারা ফটোসেশন করেন। রাষ্ট্রদূত বলেন, ‘শুভ বিজয় দিবস’।

ভিডিওটিতে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিওটি প্রকাশ করেছে। প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি শেয়ার হয় প্রচুর।

সর্বশেষ খবর