সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘মিস ওয়ার্ল্ড’ হলেন স্প্যানিশ সুন্দরী মিরাইয়া

শোবিজ ডেস্ক

‘মিস ওয়ার্ল্ড’ হলেন স্প্যানিশ সুন্দরী মিরাইয়া

চলতি বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ সুন্দরী মিরাইয়া লালাগুনা রয়ো। এই প্রথম স্প্যানিশ কোনো নারী ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব পেলেন। গতকাল তার মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী দক্ষিণ আফ্রিকার রোলেন স্ট্রস। এবারের প্রতিযোগিতায় ১১৪ জন নারী অংশ নেন। খবর এপির। চীনের হাইনান প্রদেশের উপকূলবর্তী সানায়া শহরে ২০১৫ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রথম রানারআপ হয়েছেন রুশ সুন্দরী সোফিয়া নিকিত্চুক। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন ইন্দোনেশিয়ার মারিয়া হারফানতি। সুন্দরী মিরাইয়া বার্সেলোনার বাসিন্দা। পড়ছেন ফার্মেসিতে। পিয়ানো বাজাতেও পারদর্শী তেইশ বছর বয়সী মিরাইয়া। আর এই নীল নয়নাই স্পেনকে প্রথম বিশ্ব সুন্দরী খেতাব অর্জনের সৌভাগ্য এনে দিলেন। পাঁচ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মিরাইয়ার ইচ্ছা মডেল হওয়ার।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। চীনা ধর্মীয় নীতির সমালোচনা করায় মিস কানাডাকে চীনে ঢুকতেই দেয়া হয়নি। তাছাড়া এবারই প্রথম বিকিনি প্রতিযোগিতার আয়োজন হয়নি সুন্দরীদের মেলায়।

সর্বশেষ খবর