বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিপার ব্যতিক্রমী পরিবেশনা

এনআরবি নিউজ, নিউইয়র্ক

বিপার ব্যতিক্রমী পরিবেশনা

‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস’ তথা বিপার বার্ষিক সনদ বিতরণ ও বিজয় দিবসের ব্যতিক্রমধর্মী-বর্ণাঢ্য এক অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি। নিউইয়র্কের এস্টোরিয়ার পাবলিক স্কুল-২৩৪ এর মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। উপস্থাপন করেন প্রবাসের সাংবাদিক-লেখক-কলামিস্ট হাসান ফেরদৌস। দুই পর্বের সামগ্রিক এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘ট্রফি ও সনদ বিতরণ’। দ্বিতীয় পর্বে ছিল বিপা পরিবারের অংশগ্রহণে বিজয় দিবসের জন্য নিবেদিত সাংস্কৃতিক পর্ব। এই পর্বে প্রথমে পরিবেশিত হয় নিলোফার জাহানের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় ছোটদের গীতিআলেখ্য ‘বাংলাদেশে বাড়ি আমার’। তবলার শিক্ষক পিনাক পাণি গোস্বামীর পরিচালনায় ছাত্ররা চমত্কারভাবে পরিবেশন করে ‘তবলা লহড়া’। বিপার কর্মকর্তা অ্যানি ফেরদৌসের অনবদ্য কোরিওগ্রাফি ও নির্দেশনায় অত্যন্ত হূদয়গ্রাহী একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বিপার প্রারম্ভিক ও অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা। এরপর পরিবেশিত হয় বিপার বড়দের সংগীতানুষ্ঠান ‘ও আমার দেশের মাটি’। বিপার প্রতিষ্ঠাতাদের অন্যতম সেলিমা আশরাফের পরিকল্পনা ও পরিচালনায় এই পর্বে দেশপ্রেমের গান ও কবিতা পরিবেশিত হয়। সব শেষে ছিল অ্যানি ফেরদৌসের পরিকল্পনা, কোরিওগ্রাফি ও পরিচালনায় নৃত্যানুষ্ঠান ‘বিজয়ের টানে’। বিপার সভাপতি নিলোফার জাহানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন।

সর্বশেষ খবর