মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফোকাস

ফোকাস

মুজিব পরদেশী। একসময়ের তুমুল আলোচিত নাম। এই নাম শুনলেই কানে ভেসে আসে— ‘আমি বন্দী কারাগারে’, কিংবা ‘আমার সাদা দিলে কাদা লাগাই গেলি’ গানগুলো। এমন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তিনি। প্রখ্যাত এই শিল্পীকে নিয়ে এবার কাজ করছেন আরেক প্রথিতযশা চলচ্চিত্র ও নাটক নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি মুজিব পরদেশীকে দিয়ে গান করিয়েছেন। তবে পুরোপুরি নতুন কোনো গান নয়। শিল্পী নিজেরই বহুল জনপ্রিয় গান ‘কলমে নাই কালি’ নতুনভাবে গেয়েছেন। গানের মুখ ঠিক রেখে বাকি অংশ নতুনভাবে লিখেছেন মুজিব পরদেশী। এর সংগীতায়োজন করেছেন অর্ণব। আর গানটি থাকছে ফারুকীর নতুন একটি বিজ্ঞাপনে। এ বিজ্ঞাপনে মডেল হয়েছেন শামীম শাহেদসহ আরও অনেকে।

ফারুকী বলেন, ‘পরদেশী ভাইয়ের মতো শিল্পীরা কখনো হারিয়ে যান না। তারা ফিরে ফিরে আসেন।’

নতুন করে কাজে ফেরা প্রসঙ্গে মুজিব পরদেশী বলেন, ‘ভালো লাগছে, ফারুকী আমাকে ডেকে এনেছেন। আমি কিন্তু এখনো গান করি। যদি সবাই আমার গান আবার শুনতে চায়, আমি অবশ্যই শুনাব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর