শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নয়া রসায়ন...

আলাউদ্দীন মাজিদ

নয়া রসায়ন...

‘অস্তিত্ব’ ছবির একটি দৃশ্যে শুভ-তিশা

সকালটা বড় সুন্দর। সোনালি সকাল বলা যায়। এমন সকাল সহজে ধরা দেয় না। শুভ আর তিশার জীবনেও লুকোচুরি খেলে সূর্যের কোলে হেসে ওঠা নতুন ভোর। মায়াময় সকালে দুজনে জড়িয়ে যায় না ছেঁড়ার বাঁধনে। ভালোবাসায় টিকে থাকা বা জিতে যাওয়া কি খুব সহজ। জবাবটা সরল অঙ্ক কষার মতো— ‘কখনো হ্যাঁ কখনো আবার না’। ‘না’ মানেই জয়ের লড়াইয়ে অবতীর্ণ হওয়া। শিক্ষক শুভ আর ছাত্রী তিশাও নেমে পড়েছে তাদের ভালোবাসার অস্তিত্বের লড়াইয়ে। বিষয়টা তাহলে খোলসা করেই বলা যাক— জনপ্রিয় দুই শিল্পী আরিফিন শুভ আর নুসরাত ইমরোজ তিশা এবার এক হয়েছেন ‘অস্তিত্ব’ ছবিতে। পর্দায় তাদের প্রেমের রসায়নে মুগ্ধ হবেন দর্শক। এমনটাই জানান দিলেন ছবির কারিগর মানে নির্মাতা অনন্য মামুন। মামুন সব সময়ই খালি চোখে দেখা ঘটনা থেকে বেরিয়ে সূক্ষ্ম বিষয়কে অসাধারণ করে পর্দা আলোকিত করেন। ‘অস্তিত্ব’ এবং শুভ-তিশাকে নিয়ে একই আলোর খেলা দেখাবেন তিনি। অস্তিত্ব ছবিতে প্রতিবাদী শিক্ষক ইমটু মানে শুভর মনে ভালোবাসার জোয়ার আনে ছাত্রী পরী অর্থাৎ তিশা। যাকে বলে শিক্ষক-ছাত্রীর রমরমা প্রেম। এই প্রেমের তরী অকূল পাথারে ভাসিয়ে নিতে ঝড়-ঝঞ্ঝার কবলে পড়ে দুই বাধা না মানা হূদয়। কি হবে তাদের। গল্পকার কার্লোস সালেহ এখনই এ নিয়ে মুখ খুলতে নারাজ। তার কথায় বড় পর্দায় মীমাংসা হবে বিষয়টির। দর্শকদের তাই সে পর্যন্তই অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। গত মাসে ছবিটির টিজার প্রকাশিত হলে তাতে ক্লিকের ঝড় ওঠে। আর গতকাল নেটে প্রকাশ হলো এ ছবির একটি গান। রোমান্টিক এই গানের মুখ হচ্ছে— ‘আয়না বলনা’। গানটি প্রথম শোনাতেই মনে ধরেছে শ্রোতাদের। দর্শক আগ্রহী হয়ে উঠেছে শুভ-তিশার ভালোবাসার অস্তিত্বের লড়াই দেখতে। অনন্য মামুন জানালেন অপেক্ষা মোটেও দীর্ঘ হবে না। শিগগিরই বড় পর্দায় আলো ছড়াবে অস্তিত্ব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর