রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে ‘বাতিঘর’

শোবিজ প্রতিবেদক

সংস্কৃতি কর্মী ও তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম এবার ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে নির্মাণ করছেন ‘বাতিঘর’। এই তথ্যচিত্রে জানা যাবে, আনিসুজ্জামানের কর্ম ও জীবনভিত্তিক অনেক অজানা কথা। জীবনের নানা প্রতিকূলতার স্মৃতি উঠে আসবে এই তথ্যচিত্রে যা কিনা আনিসুজ্জামানকে নিয়ে যারা ভবিষ্যতে গবেষণা করবেন তাদের কাছে এটি সহায়ক ভূমিকা রাখবে। ইতিমধ্যেই এই তথ্যচিত্রের আংশিক চিত্রগ্রহণ কলকাতা, খুলনা শহরের বিভিন্ন স্থানে এবং লন্ডনে ধারণ করা হয়েছে। পারিবারিক সদস্য ছাড়াও দুই বাংলার স্বনামধন্য ব্যক্তিরা নিজেদের দৃষ্টিকোণ থেকে অধ্যাপক আনিসুজ্জামানকে মূল্যায়ন করেছেন। ১৮ ফেব্রুয়ারি ২০১৭ সালে অধ্যাপক আনিসুজ্জামানের আশিতম জন্মদিনে ঢাকায় এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

মাসুদ করিম ইতিপূর্বে উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্ম ও জীবনভিত্তিক তথ্যচিত্র ‘কৃষ্ণকলি’ নির্মাণ করেন।

সর্বশেষ খবর