রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফরিদ আলীর পাশে কেউ নেই

আলাউদ্দীন মাজিদ

ফরিদ আলীর পাশে কেউ নেই

মানুষটি সবাইকে হাসাতেন, আনন্দ দিতেন। এখন নিজেই অঝোরে কাঁদছেন। কান্না শুধু তার একার নয়, পুরো পরিবার কাঁদছে। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অভিনেতা ফরিদ আলী এখন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। ঢাকা মেডিকেলের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এসব কথা জানালেন এই প্রখ্যাত কৌতুক অভিনেতার স্ত্রী মনোয়ারা বেগম ও বড় ছেলে ইশতিয়াক আলী শুভ। তারা বলেন, ডা. বলেছেন দ্রুত হার্টে রিং পরাতে হবে। না হলে করার আর কিছুই নেই। কিন্তু রিং পরানোর অর্থ কোথায়। ওষুধ কেনা বা খাবারের পয়সাই তো নেই। শিল্পী সমিতি বা সরকারের লোকজনও খোঁজখবর নেয় না। শুধু চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিয়ে আসছেন। আমরা বড় অসহায় হয়ে পড়েছি। ৩-৪ বছর আগে একবার রিং পরানো হয়েছিল। ১৫ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাই। অর্থ সংকটে সেখানে বেশি দিন রাখতে পারিনি। এরপর বারডেম ও হার্ট ফাউন্ডেশনেও নিই। শেষ পর্যন্ত অর্থের অভাবে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে নিয়ে আসি। আইসিইউতে রাখতে গিয়ে দৈনিক ২৫-৩০ হাজার টাকা গুনতে হচ্ছে। ধারদেনা করে আর পারছি না। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ঠিক করেছি বাসায় নিয়ে যাব। যা হওয়ার সেখানেই হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর