সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অবশেষে এফডিসিতে রেড ক্যামেরা

আলাউদ্দীন মাজিদ

অবশেষে এফডিসিতে রেড ক্যামেরা

শেষ পর্যন্ত চলচ্চিত্রকারদের প্রাণের দাবি পূরণ হলো। এফডিসিতে এলো রেড ক্যামেরা। অত্যাধুনিক এই ক্যামেরাটি গতকাল এসে সংস্থায় পৌঁছায়। এফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে ক্যামেরাটি কেনা হলো। এর আগে পাঁচটি সনি এফ-৫৫ ক্যামেরা আনা হয়। কিন্তু চলচ্চিত্র নির্মাতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের কথায়, এখন রেড ক্যামেরার যুগ। তপন কুমার ঘোষ এমডির দায়িত্ব নিয়ে চলচ্চিত্রকারদের ইচ্ছা পূরণ করলেন। এ তথ্য জানিয়ে সংস্থার পিআরও হিমাদ্রি বড়ুয়া বলেন, এফডিসির আধুনিকায়ন এখন চলচ্চিত্রকারদের চাহিদাকে প্রাধান্য  দিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। প্রকল্প পরিচালক লক্ষ্মণচন্দ্র দেবনাথ বলেন, চলতি বছরের মধ্যেই পূর্ণাঙ্গ ডিজিটাল এফডিসি পাচ্ছেন চলচ্চিত্রকাররা। সহকারী প্রকল্প কর্মকর্তা মামুনুর রশিদ জানান, প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে রেড ক্যামেরাটি সরাসরি আমেরিকা থেকে আনা হলো। ফোর-কে রেজ্যুলেশনের এই ক্যামেরার সঙ্গে রয়েছে জিমিজিব, ট্রাইপড, ফলোফোকাস, ম্যাডবক্স, ডিফাইন্ডার ও মনিটর। ক্যামেরাটি অপারেট করতে চারজন ক্যামেরাপারসনকে আমেরিকা থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি তাদের এফডিসিতে লোকাল ট্রেনিং দেবেন আমেরিকা, কোরিয়া ও ভারতের প্রশিক্ষকরা।

সর্বশেষ খবর