মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভ

শোবিজ প্রতিবেদক

ঋত্বিক ঘটক রেট্রোস্পেক্টিভ

বাঙালি নির্মাতা ঋত্বিক ঘটকের অনবদ্য সৃষ্টি সবার সামনে তুলে ধরার প্রয়াসে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে আয়োজন করেছে ৬ দিনব্যাপী ঋত্বিক ঘটক রেট্রোস্পেকটিভ। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলচ্চিত্র প্রদর্শনী চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজনে সহযোগিতা করছে ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন ও ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট। মহান চলচ্চিত্রকারের ৯০তম জন্ম ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঋত্বিকের পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ রেট্রোস্পেকটিভ। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতির দায়িত্ব পালন করবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও ঋত্বিক ঘটকের কন্যা সংহিতা ঘটক। ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ছবি।

সর্বশেষ খবর