মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সুভাষ দত্ত অনুশীলন

শোবিজ প্রতিবেদক

কীর্তিমান চলচ্চিত্রকার সুভাষ দত্তের ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারমিলিয়ন ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড মিডিয়া ইনস্টিটিউট, সুভাষ দত্ত স্মৃতি পরিষদ ও সুভাষ দত্ত পরিবারের যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ‘সুতরাং তিনি অরুণোদয়ের অগ্নিসাক্ষী হয়ে রইলেন’ শীর্ষক সুভাষ দত্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘সুভাষ দত্ত-অনুশীলন’ শীর্ষক চলচ্চিত্র শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হবে। আজ বিকাল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আনিসুজ্জামান, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা কবরী, চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন এবং চলচ্চিত্র গবেষক ও শিক্ষক অনুপম হায়াত্।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর