শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ইউটিউবে ‘আয়নাবাজি’র প্রথম গান

শোবিজ প্রতিবেদক

ইউটিউবে ‘আয়নাবাজি’র প্রথম গান

আয়নাবাজি ছবির দৃশ্যে চঞ্চল চৌধুরী ও নাবিলা

মুক্তির আগে ট্রেইলারেই আলোচিত হয়েছে অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। এবার প্রকাশ হলো ছবিটির প্রথম গান। আয়নাবাজির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বুধবার সন্ধ্যায় গানটি ছাড়া হয়েছে। ‘আলু-পেঁয়াজের কাব্য’ শিরোনামে গানটি লিখেছেন রাজিব আশরাফ। অর্ণবের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন শান। পারফর্ম করেছেন ছবিটির প্রধান দুটি চরিত্রে চঞ্চল চৌধুরী ও  নাবিলা। গানের কথার সঙ্গে তাল মিলিয়ে শহুরে বাজারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আগস্টে শেষ হয়েছিল ছবিটির শুটিং। এটির সম্পাদনা, ডাবিং শেষ। মার্চের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানালেন অমিতাভ রেজা। চঞ্চল চৌধুরী ও নাবিলা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন লুত্ফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম, ইফফাত তৃষা।

কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় ছবির মূল কাহিনী ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবির টাইটেল গানটি করেছে চিরকুট ব্যান্ড।

সর্বশেষ খবর