সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ভাষা শহীদদের নিয়ে আবদুল হাদীর গান

শোবিজ প্রতিবেদক

ভাষা শহীদদের নিয়ে আবদুল হাদীর গান

বাংলা গানের অসংখ্য জনপ্রিয় গানের শ্রষ্টা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী। এখনো গান গেয়ে চলেছেন দাপটের সঙ্গে। কিন্তু নতুন খবর হচ্ছে ‘বর্ণমালা’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। ‘রক্ত যখন কালি হয়, সেই কালিতে লেখা হয় বর্ণমালা’— এমনই গীতিকথায় সাজানো হয়েছে গানটি। এর কথা লিখেছেন মাহমুজ বিল্লাহ শাহী। সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ‘বর্ণমালা’ গানটির চিত্রায়ণ করা হয়েছে। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটি চ্যানেল আইতে প্রচার হয়।

এই প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘ আমরা সারা বছর অনেক গান করে থাকি। কিন্তু ভাষার মাসকে নিয়ে খুব কম গান হয়। এই অবস্থায় আমাদের বর্ণমালা নিয়ে, আমাদের ভাষা নিয়ে নতুন একটি গান করতে পারাটা আসলেই অনেক আনন্দের। এর মধ্যে গানটি প্রচার শুরু হয়েছে। অনেকে গানটির প্রশংসা করেছে।’

সর্বশেষ খবর