সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জ্যাকসনের ‘অস্কার’ উধাও!

শোবিজ ডেস্ক

জ্যাকসনের ‘অস্কার’ উধাও!

প্রযোজক ডেভিড সেলঝেনিকের বিখ্যাত চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’ ১৯৩৯ সালে ‘সেরা ছবি’ শাখায় জিতে নিয়েছিল অস্কার পুরস্কার। ঐতিহাসিক প্রেমের ছবিটির জন্য ডেভিডের অর্জিত এই অস্কার পুরস্কারটি পরে নিলামে উঠেছিল। সে সময় নিলাম থেকে তা কিনে নিয়েছিলেন ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন। তবে খবর হলো, জ্যাকসনের সব সম্পত্তির মধ্যে ১৫ লাখ ৪০ হাজার ডলার দিয়ে কেনা সেই অস্কার মূর্তিটির আর খোঁজ মিলছে না। ১৯৯৯ সালে জ্যাকসন অর্থ দিয়ে এ অস্কারটি কিনে নিয়েছিলেন। আর কেউ কোনো দিন অস্কারের একটি মূর্তি নিজের সংগ্রহে রাখার জন্য এত অর্থ ব্যয় করেননি। আর সেই অস্কার কিনা উধাও! ২০০৯ সালে আকস্মিকভাবে যখন মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়, তখন তার এস্টেট এই গায়কের সব সম্পত্তির হিসাব নেওয়া শুরু করে। সেখানে কোথাও সেই অস্কারের হদিস মেলেনি।

একটি সূত্র জানিয়েছে, অস্কার মূর্তিটি হয় জ্যাকসনের ক্যালিফোর্নিয়ার নেভার ল্যান্ড এস্টেটে, নয়তো লস অ্যাঞ্জেলেসের সেই বাড়িতে থাকার কথা, মৃত্যুর আগে যে বাড়িতে তিনি থাকতেন। কিন্তু কোথাও নেই। এ নিয়ে চলছে এখন ব্যাপক খোঁজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর