বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পাসপোর্টের জন্য আদালতে সঞ্জয়

শোবিজ প্রতিবেদক

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এখন মুক্ত। হাতেও কাজ আছে প্রচুর। কাজের জন্য বিদেশে যাওয়া জরুরি তার। কিন্তু নিজের পাসপোর্ট এখনো ফেরত পাননি তিনি। তাই আদালতের শরণাপন্ন হতে হয়েছে তাকে।

সিবিআই ১৯৯৩ সালে একে-৫৬ রাইফেল রাখার অপরাধে প্রথমবারের মতো সঞ্জয় দত্তের পাসপোর্ট জব্দ করেছিল। ২০০৭ সালে টাডা আইনে পাসপোর্ট হারাতে হয় তাকে। হয়তো বা এটাই আদালতের কাছে সঞ্জয়ের শেষ আবেদন। এদিকে বিশেষ টাডা আদালতে শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিবিআই কাউন্সিলকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন বলেই জানিয়েছে বলিউডের একটি সংবাদমাধ্যম।

সর্বশেষ খবর