সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা
বিশ্ব নাট্যদিবস

সম্মাননা পেলেন ফেরদৌসী মজুমদার

শোবিজ প্রতিবেদক

সম্মাননা পেলেন ফেরদৌসী মজুমদার

বিশ্ব নাট্যদিবস সম্মাননা পেলেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। এ তথ্য জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। শনিবার বিশ্ব নাট্যদিবস উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠান সাজিয়েছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই [বাংলাদেশ কেন্দ্র], বাংলাদেশ পথনাটক পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে দেশের খ্যাতিমান পালাশিল্পী ইসলাম উদ্দিন পালাকার একটি পালা পরিবেশন করেন। এ ছাড়া বিশ্বনাট্য দিবস ২০১৬ উদযাপনের অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী, নাট্যশিল্পী সোহাগী জাহান তনুর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল। এতে বক্তৃতা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আইটিআই বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ পথনাটক পরিষদের নেতারা।

১৯৮২ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট [আইটিআই]-এর নবম কংগ্রেসে বিশ্ব নাট্যদিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। দিন-তারিখ নির্ধারণের প্রশ্নে সিদ্ধান্ত হয়— পরবর্তী বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব ন্যাশনস উৎসবের সূচনার দিনটি। ১৯৬২ সাল থেকে বিশ্বজুড়ে বিশ্ব নাট্যদিবস পালিত হচ্ছে।  বাংলাদেশে ১৯৮২ সাল থেকে বিশেষ মর্যাদায় এ দিনটি উদযাপন করে আসছে।

সর্বশেষ খবর