বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভদ্দরনোক’র ৩০০ রজনী

শোবিজ প্রতিবেদক

স্বাধীনতার পর থেকে ৪৪ বছরের পথপরিক্রমায় ৫২টি নাটক মঞ্চে এনেছে নাট্যচক্র। এর মধ্যে তাদের ২৭তম প্রযোজনা ‘ভদ্দরনোক’ বহুল আলোচিত এবং দর্শকনন্দিত নাটক। গতকাল ছিল এর ৩০০তম মঞ্চায়ন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় হয়েছে বিশেষ এই প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ সেন্টারের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। মলিয়েরের ‘দ্য বুর্জোয়া জেন্টেলম্যান’ অবলম্বনে নাটকটি রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ম. হামিদ, মাহমুদ সাজ্জাদ, রবিউল মাহমুদ, তনিমা হামিদ, মানজুরুল আলম ও ফালগুনী হামিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর