বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

এগার বছরে বাংলাভিশন

শোবিজ প্রতিবেদক

এগার বছরে বাংলাভিশন

আজ একাদশ বর্ষে পা রাখছে বাংলাভিশন। চ্যানেলটির জনপ্রিয়তায় অনুষ্ঠান বিভাগের সফলতাই প্রধান কারণ। আর তাই আজ অনুষ্ঠান প্রধান শামীম শাহেদের ইন্টারভিউ—

 

দশ বছর। আপনাদের অর্জন কতটুকু?

দশ বছরে আমাদের অর্জন খুব বেশি নয় আবার খুব কমও নয়। এই সময়টুকুর মধ্যে আমরা দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছি।

 

বর্ষপূর্তিতে আয়োজন কী থাকছে?

আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন। তাদের জন্য দিনব্যাপী বাংলাভিশন দফতরে বিশেষ আয়োজন থাকবে। পর্দায় দুদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানও থাকবে।

 

সবাই অভিযোগ করে বলে কেউ আমাদের দেশের চ্যানেলগুলো দেখে না। আপনার মতামত কী?

দেখুন একজন বাংলাদেশি পৃথিবীর যে কোনো জায়গাতেই থাকুক না কেন প্রথমে বাংলাদেশের চ্যানেল দেখতে চায়। না পেলে সহজলভ্য অন্য দেশের বাংলা চ্যানেলগুলো দেখার চেষ্টা করে। ফলে দেখার উপযোগী কিছু থাকলে সবাই আমাদের চ্যানেল দেখবেই। এর একটা জলজ্যান্ত প্রমাণ আমাদের ঈদের আয়োজনগুলো। প্রচুর রেসপন্স পাই আমরা। যেমন ধরেন, আরমান ভাই, সিকান্দার বক্স। ঈদ ছাড়াও আছে ফরমালিন, অ-এর গল্প, হাড়কিপ্টে, বিপাশার অতিথি, মনের কথা প্রভৃতি।

 

সামনে আপনার পরিকল্পনা কী?

সামনে বাংলাভিশনকে আমরা পারিবারিক চ্যানেল বানানোর চেষ্টা করব। এছাড়া আরও নানা পরিকল্পনা রয়েছে।         

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর