রবিবার, ৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তথ্যচিত্রে তাহসান-মিম

শোবিজ প্রতিবেদক

তথ্যচিত্রে তাহসান-মিম

এবার একটি তথ্যচিত্রে দেখা যাবে  তাহসান ও মিমকে। এক মিনিটের এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করার জন্য। তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে আরও উদ্বুদ্ধ করার এ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে তাহসান ও মিম দুজনেই খুশি। তাহসান বলেন, ‘এই তথ্যচিত্রে আমাদের জীবনের ছয়টি অবস্থান তুলে ধরা হবে। ছাত্রজীবন পার হওয়ার পর তথ্যপ্রযুক্তি খাতে সেরা মানুষ হয়ে ওঠার গল্পটাই তুলে ধরা হয়েছে। কাজটা করেও বেশ ভালো লাগছে।’ মিম বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ অভিভাবক এখনো মনে করেন, সন্তানেরা পেশা হিসেবে চিকিৎসা আর প্রকৌশলবিদ্যাকেই বেছে নিক। কিন্তু তথ্যপ্রযুক্তিও যে একটা দারুণ সম্ভাবনাময় পেশা হতে পারে, সে ব্যাপারটি আমরা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরব।’ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে তাহসান ও মিম অভিনীত তথ্যচিত্রটি। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এর প্রচার শুরু হবে। সামীর আহমেদের নির্দেশনায় গত বুধবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুরু হয়েছে তথ্যচিত্রটির শুটিং।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর