বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ভব’র উন্মুক্ত অ্যালবাম

শোবিজ প্রতিবেদক

ভব’র উন্মুক্ত অ্যালবাম

সম্প্রতি প্রকাশ হলো ভিন্নধারার বিপ্লবী শিল্পী শতাব্দী ভব’র একক অ্যালবাম ‘আমি যদি ভব হতাম’। ৮টি মৌলিক গানে সাজানো এ সংকলনে সবকটি গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শতাব্দী ভব। সংগীত আয়োজনে সজীব দাস, অভিজিৎ জিতু, অমিত মল্লিক এবং অটমনাল মুন। অ্যালবামটি সবার জন্য উন্মুক্ত। যে কেউ facebook.com/shatabdivobo থেকে শুনতে ও ডাউনলোড করতে পারবেন গানগুলো।

শতাব্দী ভব বলেন, ‘গণমানুষের জন্য গাই, তাই এখন থেকে আমার সব গান বিনামূল্যেই থাকবে মানুষের জন্য, কারও ভালো লাগলে আমাকে ডোনেট করতে পারেন। পৃষ্ঠপোষকতা বা স্পন্সরের বিনিময়ে আমি কখনই আমার গান বেচব না’

অ্যালবামের উল্লেখযোগ্য গানের কথা— ‘এখানেই আমার মায়ের মতো ঋণ’, ‘মধুর ক্যান্টিন’, ‘কতটা জল ধরলে চোখে শ্যাওলা জমে যায়’, ‘কত মতবাদ কাকে দেই বাদ’, ‘অলক্ষ্যে দেখি সবই জল্লাদ’ প্রভৃতি। আন্তর্জাতিক মিউজিক সাইট রিভার্বনেশনে বাংলাদেশে অ্যালবামটি ইতিমধ্যে সেরা পাঁচ এ আছে। র‌্যাঙ্ক দুই। টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ হয়েছে আমি যদি ভব হতাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর