মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

যৌথ প্রযোজনায় রুবাইয়াত হোসেন

শোবিজ প্রতিবেদক

‘মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পর নিজের তৃতীয় ছবির চিত্রনাট্যের কাজে হাত দিয়েছেন রুবাইয়াত হোসেন। এটি তৈরি হবে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায়। বাংলাদেশের প্রযোজনা সংস্থা খনা টকিজ এ খবর জানায়।

এদিকে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৮ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সম্পদ সম্পত্তিতে সমান অধিকার নারীর ক্ষমতায়ন ও স্থায়িত্বশীল উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন রুবাইয়াত।

এ আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ২৮ নারীকে সম্মাননা দেওয়া হয়। চলচ্চিত্রে অবদান রাখার জন্য এই সম্মান পেলেন রুবাইয়াত হোসেন। সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত মিজ মেরেতো লুনডেমো।

সর্বশেষ খবর