সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

প্রবাসে একইমঞ্চে সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা

শোবিজ ডেস্ক

প্রবাসে একইমঞ্চে সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা

বাঙালি সংস্কৃতিপ্রেমীদের প্রিয় শিল্পী, উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা নিউইয়র্কে একইমঞ্চে সংগীত পরিবেশন করবেন। ১৫ মে রবিবার সন্ধ্যায় প্রবাসে এই প্রথম একমঞ্চে সাবিনা-রুনার অনুষ্ঠান হবে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ইয়র্ক কলেজ মিলনায়তনে। উত্তর আমেরিকায় বিনোদন সংস্থা ‘শো-টাইম মিউজিক’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। শো-টাইম মিউজিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলমগীর খান আলম জানান, ‘এক যুগেরও বেশি সময় যাবৎ যুক্তরাষ্ট্র ও কানাডায় বেশ কয়েক ডজন অনুষ্ঠান করেছি। ভারত এবং বাংলদেশের খ্যাতিমান অনেকেই এসেছেন সেসব অনুষ্ঠানে পারফর্ম করতে। কিন্তু সাবিনা এবং রুনা এ দুজন শিল্পীকে একমঞ্চে গান গাওয়ার আয়োজন করতে পেরে প্রবাসের বিনোদনপ্রিয়দের মধ্যে যে ধরনের আগ্রহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তা আগে কখনো ঘটতে দেখিনি। কারণ, এর আগে বাংলাদেশের বাইরে এ দুজনকে কখনোই একমঞ্চে দেখা যায়নি’— বলেন আলম। তিনি আরও বলেন, ‘বম্বের এক সময়ের হার্টথ্রব রানী মুখার্জি, কারিশমা কাপুরসহ অনেকে এসেছেন আমার  শো-তে। কিন্তু এবার রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিনের লাইভ কনসার্ট অনুষ্ঠানটি করতে গিয়ে খুব সাড়া পেয়েছি।’ ক্যালিফোর্নিয়া, টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, বোস্টন এবং কানাডার বিভিন্ন স্থান থেকেও লোকজন আসছেন একমঞ্চে দুই কিংবদন্তি শিল্পীর অনুষ্ঠান উপভোগের জন্য। টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৫০, ৭৫ এবং ১০০ ডলার করে। ভিআইপি টিকিটের মূল্য ১৫০ ডলার। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।

সর্বশেষ খবর