বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ প্রদান আজ

জমকালো আসর মাতাবেন শিল্পীরা

আলাউদ্দীন মাজিদ

জমকালো আসর মাতাবেন শিল্পীরা

ঢালিউডের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ এর আসর বসছে আজ। বিকাল সাড়ে ৩টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে থাকছে প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, মমতাজ ও চন্দন সিনহার গান। নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। চলচ্চিত্র অভিনয়শিল্পীদের নাচের পরিবেশনাও থাকছে এতে। গতকাল পর্যন্ত নাচের মহড়াতেই  ব্যস্ত ছিলেন শিল্পীরা। এফডিসির প্রশাসনিক ভবনের নিচতলায় ভিআইপি প্রজেকশন মিলনায়তনে চলেছে এই মহড়া। অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী ও অভিনয়শিল্পী ভাবনা জুটি বেঁধে ‘অধিকার চাই’ ছবির গানের সঙ্গে নাচবেন। ‘ভুল না আমায়’ ছবির গানের সঙ্গে পারফর্ম করবেন অমিত হাসান ও আলিশা প্রধান। রোজ ও অমৃতা খান নাচবেন ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির গানের সঙ্গে। নিরব ও আইরিন ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির ‘পৃথিবীর যত সুখ’ গানটির সঙ্গে নাচবেন। নিরব চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তার কথায় ‘এই অনুষ্ঠানে বার বার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি। একজন অভিনয়শিল্পী হিসেবে এটি আমার জন্য অনেক বড় অর্জন।’ এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে উঠছেন আইরিন। এতে উল্লসিত আইরিন বলেন, ‘জাতীয় পর্যায়ে এত বড় ও সম্মানজনক আয়োজনে প্রথম যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বিশাল এক সম্মানের ব্যাপার।’ সাংস্কৃতিক পর্বটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক রিয়াজ ও ছোট পর্দার অভিনেত্রী নওশীন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪-তে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী রানী সরকার ও সৈয়দ হাসান ইমাম। সেরা ছবির পুরস্কার পাচ্ছে মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। সেরা পরিচালক, কাহিনী ও সংলাপকারের পুরস্কার পাচ্ছেন ‘মেঘমল্লার’ ছবির জন্য জাহিদুর রহমান অঞ্জন। সেরা অভিনেতা ফেরদৌস [এক কাপ চা], সেরা অভিনেত্রী যৌথভাবে মৌসুমী [তারকাঁটা] ও বিদ্যা সিনহা মিম [ জোনাকির আলো]। সেরা পার্শ্ব অভিনেতা ড. এজাজুল ইসলাম [তারকাঁটা], সেরা পার্শ্ব অভিনেত্রী চিত্রলেখা গুহ [৭১ এর মা জননী], সেরা খলনায়ক তারিক আনাম খান [দেশা দ্য লিডার], সেরা কৌতুক অভিনেতা মিশা সওদাগর [অল্প অল্প প্রেমের গল্প], সেরা গায়িকা যৌথভাবে রুনা লায়লা [প্রিয় তুমি সখা হও] ও মমতাজ [নেকাব্বরের মহাপ্রয়াণ], সেরা গায়ক জেমস [ দেশা দ্য লিডার], সেরা চিত্রগ্রাহক মোহাম্মদ হোসেন জেমী [বৈষম্য]। সেরা সংগীত পরিচালক সাইম রানা [নেকাব্বরের মহাপ্রয়াণ], সেরা গীতিকার মাসুদ পথিক [নেকাব্বরের মহাপ্রয়াণ], সেরা সুরকার বেলাল খান [নেকাব্বরের মহাপ্রয়াণ], সেরা রূপসজ্জাকর আবদুর রহমান [নেকাব্বরের মহাপ্রয়াণ], সেরা চিত্রনাট্যকার সৈকত নাসির [দেশা দ্য লিডার], সেরা চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী [দেশা দ্য লিডার], সেরা শিশুশিল্পী আবির হোসেন [বৈষম্য], সেরা শিল্প নির্দেশক মারুফ সামুরাই [তারকাঁটা], সেরা শব্দগ্রাহক রতন পাল [মেঘমল্লার], শিশুশিল্পী বিশেষ শাখায় মারজান হোসাইন জারা [মেঘমল্লার], সেরা পোশাক ও সাজসজ্জা কনকচাঁপা চাকমা [জোনাকির আলো]। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মোট ২৬ ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এবারের জাতীয় পুরস্কার।

সর্বশেষ খবর