মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

সম্মাননায় সুচন্দা

শোবিজ প্রতিবেদক

সম্মাননায় সুচন্দা

কোহিনূর আক্তার সুচন্দা। একাধারে একজন সফল চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক। অভিনয় জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, পাকিস্তানের নিগার ও তাসখন্দ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডসহ অসংখ্য প্রতিষ্ঠানের অগণিত সম্মাননা পেয়েছেন। প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রযোজনা করেছেন ‘তিনকন্যা’ আর পরিচালনা করেছেন ‘হাজার বছর ধরে’, ‘সবুজ কোর্ট কালো চশমা’, ‘প্রেম প্রীতি’সহ বেশ কটি ছবি। মুক্তযুদ্ধেও অংশ নেন তিনি। কিংবদন্তি এই অভিনেত্রীকে এবার  আজীবন সম্মাননা দিতে যাচ্ছে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম। ‘আনন্দ বিনোদন স্টার অ্যাওয়ার্ড ২০১৫’ শিরোনামের এই অ্যাওয়ার্ডটি ৩১ মে তার হাতে তুলে দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুচন্দা বলেন, সম্মাননা শিল্পীর কাজকে উৎসাহিত করার একটি অধ্যায়। আজীবন সম্মাননা ওই অধ্যায়ের সর্বোচ্চ পর্যায়। আমি আনন্দিত, আবেগাপ্লুত।’ সুভাষ দত্তের ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৬৬ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে সুচন্দার। ১৯৬৭ সালে জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। ‘জীবন থেকে নেয়া’ তার জীবনের উল্লেখযোগ্য ছবি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান ছিলেন সুচন্দার স্বামী।

সর্বশেষ খবর