বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

কলকাতায় নিয়মিত শাকিব!

আলাউদ্দীন মাজিদ

কলকাতায় নিয়মিত শাকিব!

কলকাতার ছবিতে নিয়মিত হচ্ছেন শীর্ষনায়ক শাকিব খান। এমন গুঞ্জন চাউর এখন চলচ্চিত্র পাড়ায়। একটি সূত্র জানায়, গত মাসে ঢাকা এসেছিলেন কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহেতা ও চলচ্চিত্র প্রযোজক বিজয় খেমকা। সূত্রমতে, মে মাসের তৃতীয় সপ্তাহে একটি পাঁচতারকা হোটেলে স্থানীয় এক চলচ্চিত্র প্রদর্শকের সঙ্গে বৈঠক শেষে শ্রীকান্ত মেহেতা ও বিজয় খেমকা সরাসরি চলে যান এফডিসিতে। সেখানে শাকিব খান ‘বসগিরি’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। সূত্র বলছে, আলোচনা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শ্রীকান্ত মেহেতা ও বিজয় খেমকা কলকাতার ছবিতে শাকিব খানকে নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। এর কারণ হিসেবে দুই নির্মাতা শাকিবকে জানান, যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র কিছু রাশ প্রিন্ট তারা দেখেছেন। এতে তার অভিনয় মান ছিল প্রশংসা করার মতো। তা ছাড়া কলকাতায় ‘শিকারী’ ছবির শুটিংয়ের সময় সেখানকার চলচ্চিত্রের অনেকেই শাকিবের দক্ষ অভিনয় সরাসরি দেখেছেন। এ দুই চলচ্চিত্র নির্মাতা শাকিবকে জানান, কলকাতায় এখন চরম নায়ক সংকট চলছে। এই অবস্থায় শাকিবকে নিয়ে ওপার বাংলায় ছবি নির্মাণ করতে পারলে ভালো হয়। তারা আরও বলেন, কলকাতার অনেক শিল্পীই এখন ঢাকার ছবিতে অভিনয় করছেন। দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। তাই শাকিব চাইলেই কলকাতার ছবিতে নিয়মিত অভিনয় করতেই পারেন। সূত্র জানায়, শাকিব খান এতে সম্মতি বা অসম্মতি কোনোটিই প্রকাশ করেননি। শুধু বলেছেন ‘ভেবে দেখব’। সূত্রমতে, আলোচনাকালে শাকিব তাদের বলেন, বিনিময় চুক্তির আওতায় বেশ কয়েক বছর আগে কলকাতায় পাঠানো হয় ঢাকার কিছু ছবি। যা এখনো সেখানে মুক্তি পায়নি। অথচ এখানে ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। শাকিব তাদের এই অসম অবস্থা দূরীকরণের অনুরোধ জানান। শাকিব তাদের আরও বলেন, দুই বাংলার মধ্যে চলচ্চিত্র বিনিময় হতে হবে নিয়ম-কানুন মেনে সমতার ভিত্তিতে। এ ক্ষেত্রে সব বাধা দূর করতে হবে। কলকাতার দুই চলচ্চিত্রকার শাকিবকে যৌথ প্রযোজনার ছবিতেও নিয়মিত অভিনয়ের প্রস্তাব করেন। জবাবে শাকিব বলেন, দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে যথাযথভাবে নির্মাণ হলে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ে তার আপত্তি নেই। বর্তমানে শাকিব খান যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র শুটিংয়ে অংশ নিতে ইংল্যান্ড রয়েছেন। তাই এই বৈঠকের ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কিছুদিন আগে শাকিব খান বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘২০১৭ সাল হবে তার বদলে যাওয়ার বছর। অভিনয় আর নির্মাণ নিয়ে নিজেকে ঢেলে সাজাবেন এবং নতুন সব চমক দেবেন।’ চলচ্চিত্রকাররা বলছেন, তাহলে কলকাতার ছবিতে নিয়মিত অভিনয়ও কি শাকিবের নতুন চমকের অন্তর্ভুক্ত? বিষয়টি অবশ্য সবাই ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর