বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

এফডিসির চালচিত্র

শোবিজ প্রতিবেদক

এফডিসির চালচিত্র

এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচন এখন উত্তাপ ছড়াচ্ছে। মাঝে মধ্যে দু-একটি ছবির শুটিং হলেও তাতে প্রাণ নেই। ভিড়-বাট্টা কম। কড়ইতলায় চলছিল শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ ছবির দৃশ্যধারণ। কাজী হায়াৎ, পরীমণিসহ অনেকেই আছেন ছবিটিতে। প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর এফডিসি। সমিতির কার্যালয়ে সদস্যদের আনাগোনা বেড়েছে। এফডিসিতে আধুনিক যন্ত্রপাতি আসা এবং ভাড়া কমানো সত্ত্বেও এখানে কাজ নেই কেন। প্রশাসনের কয়েকজন কর্মকর্তার কথায় ব্যাঙের ছাতার মতো প্রাইভেট স্টুডিও গড়ে উঠেছে। তারা নানা লোভনীয় অফার দিয়ে পার্টি হাতিয়ে নেয়। বিশেষ করে তেজগাঁওয়ের কোক স্টুডিও দীর্ঘদিন ধরে তাদের ওয়্যার হাউসকে শুটিংয়ের জন্য নামমাত্র   মূল্যে ভাড়া দিচ্ছে। তারা সরকারকে রাজস্ব দিচ্ছে না। তাদের কারণেই এফডিসিতে শুটিং কমে যাওয়ায় এখান থেকেও রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ জরুরি। এফডিসির চত্বরে নোংরা আবর্জনা বেড়েছে। দিনে দিনে শ্রীহীন হয়ে পড়ছে। চোখ মেললেই সংস্থাটির ভগ্নদশা সহজেই চোখে পড়ে সবার। এই ক্ষোভ চলচ্চিত্রকারদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর