শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

এবার ব্রিটিশ ফেস্টিভ্যালের বিচারক

শোবিজ প্রতিবেদক

এবার ব্রিটিশ ফেস্টিভ্যালের বিচারক

অ্যাপসার পর এবার একটি ব্রিটিশ ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হলেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। লন্ডনের ইস্ট অ্যান্ড চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরের বিচারক হয়েছেন তিনি। উৎসব শুরু হবে ২৩ জুন, চলবে ৩ জুলাই পর্যন্ত। তবে ‘ডুব’ ছবির সম্পাদনার কাজ নিয়ে তুমুল ব্যস্ত থাকার কারণে তিনি সশরীরে উৎসবে অংশ নিতে পারবেন না। অনলাইনে প্রতিযোগিতা বিভাগের ছবিগুলো দেখে মতামত জানাবেন তিনি। ফারুকীর পাশাপাশি এ আসরের ফিচার ফিল্ম ক্যাটাগরির বিচারক প্যানেলে আরও আছেন ‘হেলবয়’ খ্যাত অভিনেতা রন পার্লম্যান, ‘সাফ্রাগেট’ খ্যাত ব্রিটিশ নির্মাতা সারাহ গ্যাভরন, তুর্কি নির্মাতা তলগা কারাসেলিক এবং লেখক-প্রযোজক কালিম আফতাব।

ফারুকীর নতুন এ সুসংবাদটি শুধু তার একার নয়, বাংলাদেশেরও। দেশের চলচ্চিত্র এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে এ সাফল্য।

ফারুকী বলেন, ‘আমি খুবই আনন্দিত। কিন্তু সরাসরি অংশ নিতে পারছি না। পারলে আরও ভালো লাগত। ভালো কিছু ছবি প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে। আর ভালো ছবির মধ্য থেকে সেরা ছবি বাছাই করা সত্যিই কঠিন দায়িত্ব। কিন্তু সেই দায়িত্বটিই আমাদের পালন করতে হবে।’

সর্বশেষ খবর