সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

কলকাতায় পুরস্কার জিতলেন জয়া

শোবিজ ডেস্ক

কলকাতায় পুরস্কার জিতলেন জয়া

জয়া আহসান এখন কলকাতাতেই নিয়মিত থাকেন। সেখানেই মন-প্রাণ উজাড় করে অভিনয় করার চেষ্টা করছেন। কিন্তু খুব একটা সুবিধা এখনো করতে পারেননি। পার্শ্ব চরিত্রের জন্যই নিয়মিত প্রস্তাব পাচ্ছেন অভিনয়ের। মুখ্য চরিত্রে এখনো তাকে কেউ কাস্ট করতে চাইছেন না। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই কলকাতার একটি পুরস্কার জিতেছেন এ অভিনেত্রী। সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বাংলাদেশে সমালোচিত এবং কলকাতায় প্রশংসিত হয়েছেন জয়া।

বাংলাদেশে সমালোচনার কারণ অশালীন দৃশ্যে অভিনয়। কিন্তু ‘যে করেই হোক কলকাতায়  হতে হবে’ সূত্র মেনে এসব দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই জয়ার। তাই কলকাতায় তিনি প্রশংসিত। তাই আগে থেকেই ধারণা করেছেন অনেকে, তাকে কলকাতার চলচ্চিত্রকর্মীরা ঠিকই পিঠ চাপড়ে দেবেন। হয়েছেও সেটা। কলকাতার টেলি সিনে অ্যাওয়ার্ডসে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। বাংলা ছবি ও বাংলা টিভি অনুষ্ঠানকে স্বীকৃতি জানানোর জন্য এবার ছিল টেলি সিনে অ্যাওয়ার্ডসের ১৬তম আসর। পশ্চিমবঙ্গ সরকারের আওতাভুক্ত অলাভজনক সংগঠন কলকাতার টেলি সিনে সোসাইটি এ পুরস্কার দিয়ে থাকে।

পুরস্কার পাওয়ার পর জয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি বেশ আনন্দিত।

সর্বশেষ খবর