Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ জুন, ২০১৬ ০০:২১
দুশ্চিন্তা নয় আর
শোবিজ ডেস্ক
দুশ্চিন্তা নয় আর

নিজের শারীরিক গঠনকে ‘অস্বাভাবিক’ দাবি করলেন ‘বরফি’ অভিনেত্রী ইলিনা ডি’ক্রুজ। এ কারণে বড় পর্দায় নিজেকে উপস্থাপনের বিষয়ে সব সময় মানসিক চাপে থাকতেন অভিনেত্রী। সম্প্রতি ইলিনা জানিয়েছেন, নিজের অস্বাভাবিক শরীর নিয়ে তার অসন্তুষ্টি ছিল দীর্ঘদিন ধরেই। এটা নিয়ে তাকে বেশ সমস্যায় থাকতে হয়েছে। ইলিনা বলেন, ‘এক সময় আমি খুব স্লিম ছিলাম। তাছাড়া শরীর নিয়ে দীর্ঘদিন ধরেই আমার সমস্যা ছিল। আমার মনে হয় খুব মুটিয়ে গেছি। নিজের শরীর নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার শরীরের গড়ন অস্বাভাবিক প্রকৃতির।’ ইলিনার মনে হয়, অন্যের মতামতে পাত্তা দেওয়ার কিছু নেই এবং কারও উচিত নয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার। ইলিনাকে আগামীতে অক্ষয় কুমারের বিপরীতে ‘রুস্তম’ চলচ্চিত্রে দেখা যাবে।

এই পাতার আরো খবর
up-arrow