Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৬ জুন, ২০১৬ ২৩:৫১
জিএম সৈকতের ‘বেওয়ারিশ লাশ’
শোবিজ প্রতিবেদক

খ্যাতিমান নাট্য নির্মাতা জিএম সৈকত এবার নির্মাণ করলেন নাটক ‘বেওয়ারিশ লাশ’। আর এতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ এবং জ্যোতিকা জ্যোতি। এটিএন বাংলায় বৃহস্পতিবার রাত ১১টায় নাটকটি প্রচার হবে।

জিএম সৈকত জানান, চমৎকার গল্পের ম্যাসেজধর্মী নাটক এটি। দর্শক বিনোদনের পাশাপাশি নতুন কিছু উপহার পাবে নাটকটি থেকে।
up-arrow