বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

‘চিরকুট’ পুরস্কৃত

শোবিজ প্রতিবেদক

‘চিরকুট’ পুরস্কৃত

প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার জিতল ব্যান্ড চিরকুট। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ চলচ্চিত্রের আবহসংগীতের জন্য বেস্ট অরিজিনাল স্কোর পুরস্কার জিতেছে তারা। মঙ্গলবার রাতে চলচ্চিত্রটির নির্মাতা আবু শাহেদ ইমন এ তথ্য জানান। শুধু চিরকুটই নয়, চলচ্চিত্রটির চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশও পান শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার। এদিকে পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া চিরকুটকে পাওয়া গেল উচ্ছ্বসিত রূপে।

চিরকুট তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, দেশের গণ্ডি পেরিয়ে চিরকুট এবার আন্তর্জাতিক পুরস্কার জিতল। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিভাবান পরিচালক আবু শাহেদ ইমন পরিচালিত জালালের গল্প মুভির জন্য আমরা সম্মানসূচক বেস্ট অরিজিনাল স্কোর অ্যাওয়ার্ড জিতেছি। সত্যিই দারুণ একটি খবর!

চিরকুটের প্রথম এই আন্তর্জাতিক পুরস্কারটি আমরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের পরিবার এবং ফ্যানদের উৎসর্গ করলাম।’

শ্রীলঙ্কার কলম্বোতে ১-৬ জুন অনুষ্ঠিত হয়েছে সার্ক চলচ্চিত্র উৎসব। এতে বাংলাদেশ থেকে আরও অংশ নিয়েছিল মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রটিও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর