Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ জুন, ২০১৬ ২৩:০৯
দীপিকা এক বিজ্ঞাপনের আট কোটি!
শোবিজ ডেস্ক

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এমনকি খুব কম সময়ে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন দীপিকা। বক্স অফিসেও তার দৌরাত্ম্য বেশ এগিয়ে রয়েছে এখনো। সম্প্রতি একটি এয়ারলাইন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর বিজ্ঞাপনের পারিশ্রমিক হিসাবে ৮ কোটি রুপি দাবি করেছেন বলিউডের এই অভিনেত্রী। এর দৃশ্যধারণ চলবে চার দিন। দীপিকা সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ১-৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে শুধু শাহরুখ খান, আমির খান ও রণবীর কাপুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলে ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে দীপিকার পারিশ্রমিক এতটা বেড়ে যাওয়ায় ওই এয়ারলাইন কোম্পানির কর্তৃপক্ষ ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা বন্ধ করেছে।

এই পাতার আরো খবর
up-arrow