Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুন, ২০১৬ ২৩:০০
কলকাতায় শুভ-জলি ঝড়
শোবিজ প্রতিবেদক
কলকাতায় শুভ-জলি ঝড়

আরিফিন শুভ ও জলি ঝড় তুললেন ওপার বাংলায়। শুক্রবার কলকাতায় মুক্তি পেল এই জুটি অভিনীত ‘নিয়তি’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজিত এই ছবিটি কলকাতা ও এর আশপাশে ৮৮টি সিনেমাহলে মুক্তি পায়। প্রযোজনা সংস্থার তথ্যমতে নিয়তির ওপেনিং কালেকশন ছিল প্রায় ৯০ পার্সেন্ট।  শুক্র ও শনিবারের সব কটি শো ছিল হাউসফুল। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এর আগে আরিফিন শুভ অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ এবং জলির ‘অঙ্গার’ ছবিগুলো সেখানে দর্শক নন্দিত হয়। এর মধ্য দিয়ে ওপার বাংলার দর্শক ঢাকার ছবি ও শিল্পীদের দেখার সুযোগ পাচ্ছে। আর এই সুযোগটি করে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। দেশীয় চলচ্চিত্রে যখন চরম খরা চলছিল তখন জাজের কর্ণধার আবদুল আজিজ ২০১২ সালে ডিজিটাল পদ্ধতিতে নির্মিত ‘ভালোবাসার রঙ’ দিয়ে আধুনিক প্রযুক্তি ও পরিচ্ছন্ন ছবি উপহার দেন এবং দর্শকদের আবার সিনেমাহলে ফিরিয়ে আনেন। দেশ জয়ের পর যৌথ  নির্মাণ দিয়ে বিদেশও জয় করে চলেছেন। স্থানীয় ও যৌথ পর্যায়ে একডজনেরও বেশি ছবি উপহার দিয়েছেন তিনি। সবই মানসম্মত ও সফল। এই সফলতায় এবার যোগ হলো ‘নিয়তি’। ছবিটি ২৪ জুন বাংলাদেশে মুক্তি পাবে।

এই পাতার আরো খবর
up-arrow