রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

৫০ বছরে প্রথমবার বন্ধ মধুমিতা

শোবিজ প্রতিবেদক

প্রতিষ্ঠার পঞ্চাশ বছরে প্রথমবারের মতো বন্ধ রাখা হলো ঢাকার অভিজাত প্রেক্ষাগৃহ ‘মধুমিতা’। পর্যাপ্ত দর্শক ও ছবি না থাকায় রমজান মাসে সিনেমা হলটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন বলেন, ঐতিহ্যবাহী এই সিনেমাহলটি এর আগে কখনই কোনো কারণে এভাবে বন্ধ রাখা হয়নি। মানসম্মত ও যথেষ্ট পরিমাণে ছবি না থাকায় সিনেমাহলের ব্যবসা এমনিতেই ভালো না। তার ওপর রমজান মাস। এ মাসে দর্শক এমনিতেই কম থাকে। এসব কারণে মধুমিতা সিনেমাহলটি রমজান মাসে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে আগে কখনো রমজানে কোনো সিনেমাহল বন্ধ রাখার ঘটনা ঘটেনি। দীর্ঘদিন ধরে ছবির বাজার খারাপ হওয়ায় সিনেমাহলের ব্যবসায় ধস নেমেছে।

সর্বশেষ খবর