Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুন, ২০১৬ ২৩:৩২
এবার দেব-সাবা জুটি
শোবিজ প্রতিবেদক
এবার দেব-সাবা জুটি
দেব, সাবা

যৌথ প্রযোজনার ছবি ‘চোখের জল’-এ জুটি বাঁধছেন ঢাকার সোহানা সাবা আর কলকাতার দেব। এপার বাংলার ডিজিটাল মুভিজ এবং কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজনা করছে ছবিটি। স্থানীয় প্রযোজনা সংস্থা ডিজিটাল মুভিজ জানায়, ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত হয়ে গেছে। এবার এ দেশের নির্মাতাসহ অন্য শিল্পীদের নাম শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে। ‘চোখের জল’ ছাড়া একই সঙ্গে এই দুই প্রযোজনা সংস্থা আরেকটি যৌথ আয়োজনের ছবি নির্মাণ করবে। এ ছবির শিরোনাম ‘স্বর্গীয় প্রেম’। এই ছবিটিতে অভিনয় করবেন কলকাতার অংকুশ ও ঢাকার দুজন নতুন মুখ। এখন নতুন এই দুই নায়িকা খোঁজা হচ্ছে। দুটি ছবির কলকাতার নির্মাতা হলেন বাসুদেব। রোমান্টিক ও পারিবারিক গল্পের ছবি দুটির পাণ্ডুলিপি তৈরি করেছেন শামীম রেজা। ২১ নভেম্বর থেকে ‘চোখের জল’ আর ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে। ঢাকা, কলকাতাসহ এশিয়া ও ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবি দুটির চিত্রায়ণ হবে এবং বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশকটি দেশে ছবি দুটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ডিজিটাল মুভিজ। এই প্রযোজনা সংস্থার সর্বশেষ ছবি ‘সুইটহার্ট’ গত মাসে মুক্তি পেয়ে ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow